দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহপ্রদান বিষয়ে সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন।
সোমবার সকল দশটা সময় মজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান করা হবে,এ কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত নানা বিষয়ে প্রেস ব্রিফিং-এর আয়োজন করেন দামুড়হুদা উপজেলা প্রশাসন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার লিখিত আকারে পড়ে শোনান এবং প্রকল্প বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন। তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ন’টার সময় উপজেলার মুক্তমঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠানের শুরু হবে।
পরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করাহবে। ৩য় পর্যায় ৬১ টি ঘর গৃহহীনদের মাঝে প্রদান করা হবে,তবে উদ্বোধনী দিনে ৮ জনকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।