দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের ঝেটের বিলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হলেন- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের আফজাল মেম্বারের ছেলে মজিবার রহমান (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরের দিকে জয়রায়পুর চৌধুরী পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
পরে এক জনকে সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করার অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুসারে ত্রিশ হাজার টাকা (৩০,০০০/-) জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশের সদস্যরা।