চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তে থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি । শুক্রবার পৌনে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলালের নিকট থেকে এই রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত ৩ জন চোরাচালানী কে আসামী করে মামলা দায়ের করেছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্ত ক্যাম্পের সুবেদার আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স সহ ৯৩ নং মেইন পিলালের নিকট টহল দেওয়ার সময় ৩ জন চোরাচালানীকে দেখে চেলেঞ্জ করলে ৩ টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৬ হাজার ৩ শত ৭০ টাকা। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে রুপার গহনা জমা দিয়েছে।