দামুড়হুদা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ দামুড়হুদা উপজেলা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে,চিৎলা-গেবিন্দহুদা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দামুড়হুদা হতে জয়রামপুর, ডুগডুগি বাজার,লোকনাথপুর, মুক্তারপুর কুশাঘাটা দামুড়হুদা বাসস্ট্যান্ড,দামুড়হুদা থানামোড়,দেওলী মোড়।
এসময় মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানায় মাইক্রোবাস অটো সিএনজি মোটরসাইকেল বিভিন্ন দোকানসহ বিভিন্ন অপরাধে ৯ টি মামলায় ১০জন অভিযুক্তকে মেট ৫হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সশস্ত্র বাহিনী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কালে ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সকলকে সচেতনতার সাথে চলাচল করতে হবে, আমাদের পক্ষ্য থেকে জনসাধারণের সর্বত্র সচেতন থাকার জন্য প্রচার অভিযান চালানে হচ্ছে। সকলে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে বার বার অনুরোধ করা হচ্ছে, এরপরও অনেকের মাঝে মাস্ক পড়তে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলাতে সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ লক্ষ্য আমাদেরকে বেশি বেশি সচেতন হতে হবে, তা না হলে আগামীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে। বাইরে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর হবে প্রশাসন। সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার সুস্থ রাখতে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন। লকডাউন বাস্তবায়ন প্রশাসন কে সহযোগিতা করুন।