দামুড়হুদা উপজেলা করোনাভাইরাসের মহামারী রূপ বদলে একের পর এক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দামুড়হুদা উপজেলাসহ চুয়াডাঙ্গা জেলা জুড়ে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলায় ৫ আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার সক্রমণের হার একটু কম থাকলেও মহামারী এই করোনাভাইরাস ভাবিয়ে তুলেছে মানুষকে। ইতি মধ্যে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দামুড়হুদা উপজেলাকে ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। আগামীকাল শুক্রবার লকডাউনের ৪র্থ দিন। গত ৩ দিন পর্যন্ত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে চলেছেন।
দামুড়হুদা উপজেলায় পর্যন্ত মোট করোনাই আক্রান্ত ৫৭৮ জন, মোট মৃত্যু ২৪ জন। এদিকে গতকাল আক্রান্তের সংখ্যা কম হওয়ায় এবং কোন মৃত্যুর ঘটনা না ঘটায় লকডাউন এলাকার বিভিন্ন গ্রাম গন্জের মানুষের মাঝে কিছুটা আশার আলো জাগিয়েছে। এলাকার সাধারন মানুষলকডাউনকে পূর্ণ সমর্থন জানিয়ে কিছু দিন কষ্ট হলেও সকলেই চায় এই মহামারীর হাত থেকে নিজেকে, নিজের পরিবারকে ও সমাজকে বাঁচাতে।