মাটির অনুজীবকে কিভাবে বৃদ্ধি করে প্রাকৃতিক উপায়ে কোনও রাসায়নিক কীট নাশকের ব্যবহার না করে ফসল উৎপাদন করা যায় হাতে কলমে শিহ্মা নিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কৃষি কাজে লাগাবেন।
এই প্রত্যয় নিয়ে গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের উদ্দোগে দুইদিন ব্যাপী শুন্য বাজেট প্রাকৃতিক কৃষি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মশালা হয়েছে। গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গত ২৬ জুলাই সকাল ১০ টার সময় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। বুধবার প্রশিক্ষণটি শেষ হয়েছে। প্রশিক্ষণে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮ জন কৃষক দুদিন ব্যাপী এই প্রশিক্ষণে গ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে যোগ দেন গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন প্রশিক্ষকের সকল পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং তিনি এই পদ্ধতি আরো ভালো ভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তার বলেন, কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করলে আর্থিক ভাবে লাভের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে। প্রশিক্ষণটি পরিচালনা করেন রহমত শহিদুল ইসলাম ও দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী অঞ্চলের এলাকা সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন।
এসময় বিশিষ্ট সাংবাদিক রবিউল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া সমন্বয়ক হেলাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।