আজ আকাশ কেন এত নীল,
আকাশে উড়ছে যে গাঙচিল।
আকাশে সাদা মেঘের ভেলা,
দূর আকাশে করছে খেলা।
সূর্যের কিরণ লাগছে চোখে,
বসে বসে যাচ্ছি আমি দেখে।
একটু করে সন্ধ্যে নামছে;
ঐ আকাশে মেঘ জমছে।
সন্ধ্যায় আকাশ হলো কালো,
সন্ধ্যার তারা উঠলো জ্বেলে।
চাঁদের আলোয় আলোকিত,
মন আমার হলো পুলোকিত।
সব মিলিয়ে দিনটি ছিল বেশ,
কেটে যাক মন্দের সব রেশ।
শুদ্ধতায় ছুয়ে যাক পৃথিবী,
পৃথিবীর সকলে হোক সুখী।