গগন ঘেঁষে চাঁদ উঠেছে
ঈদ এলোরে ঈদ,
তাধিন তাধিন নাচে খুকি
খোকা ধরে গীত।
তাইনা দেখে ইচ্ছে জাগে
আবার হবো খোকা,
ইদের দিনে কাঁদবো আবার
যেমন ছিলাম বোকা।
কাঁদছি কি আর শখের বসে
চাইছি দু’টো টাকা,
হাজার টাকা দিয়ে বাবা
পকেট করে ফাঁকা।
দু’টো টাকাই লাগবে আমার
দু’টো টাকাই চাই,
হাজার টাকার মুল্য তখন
আমার কাছে নাই।