একমাত্র ছেলে ফয়সাল আহমেদকে হারিয়ে শোকে কাতর পিতা মাতা। শুধু পরিবার নয়, শোকের ছায়া এখন প্রতিবেশীদের মাঝেও। আজ থেকে দেড় মাস আগেও যে ছেলেটি হেসে খেলে মাতিয়ে রাখতো বাড়ি ও প্রতিবেশীদের। সে আজ ফিরেছে লাশ হয়ে।
গাংনী উপজেলা এইচ,এস কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহমেদ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ শনিবার (২২ জুন) ভোর ৫:৪০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সৌদি প্রবাস ফেরৎ মাহবুর রহমান মোহন ও তার স্ত্রী খালেদা আক্তার এখন শোকে পাথর হয়ে পড়েছেন। অকালে ছেলে হারানোর যন্ত্রণা যেনো তাদের পরিবারকে শোকাচ্ছন্নো করেছে।
ফয়সাল আহমেদের বাবা মাহবুর রহমান মোহন বলেন, আমি ৮/৯ মাসে সৌদি থেকে দেশে ফিরেছে। আমার ছেলে মাঝে মধ্যে অসুস্থ থাকতো। আজ থেকে ১ মাস ১০ দিন পূর্বে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হাসপাতালের শিশু হ্যামাটলি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার একেএম আতিকুর রহমানের তত্বাবধানে চিকিৎসা চলছিল তার। আজ শনিবার ভোররাত ৫.৪০ মিনিটের সময় মারা যায় সে।
পরে সেখান থেকে বাড়ি নিয়ে এসে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, প্রবাস ফেরৎ মাহবুর রহমানের বড় মেয়ে মাহফুজা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।