আগেই গুঞ্জন শোনা গিয়েছিলো, এবার সেটিকেই সত্যি করে আইপিএল ছাড়ার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট আর ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। জাতীয় দলকে নিজের সামর্থ্যের পুরোটা দিতেই আগামী বছর আইপিএল খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই অজি পেস তারাকা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে আইপিএলে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে অজি অধিনায়ক বলেন, ‘আগামী বছর আইপিএলে না খেলার মতো কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১২ মাস টেস্ট ও ওয়ানডে দিয়ে ঠাসা আন্তর্জাতিক সূচি থাকবে আমাদের, তাই অ্যাশেজ ও বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।’
আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর। এছাড়াও রয়েছে অ্যাশেজ সিরিজসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ। মূলত বিশ্বকাপ আর অ্যাসেজকে প্রাধান্য দিতেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স।
কামিন্সের আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তার না খেলার বিষয়টিকে মেনেও নিয়েছে। পরিস্থিতি বুঝে তার মতামতকে প্রাধান্য দেওয়া এবং মেনে নেওয়ার জন্য পরে আরেকটি টুইট করে কেকেআরকে ধন্যবাদ জানিয়ে কামিন্স বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ পরিস্থিতিটা বোঝার জন্য। তারা দুর্দান্ত একটা দল। আশা করি যত দ্রুত সম্ভব সেখানে ফিরতে পারব আবার।’