বাংলাদেশে দেড় বছর কারাভোগ শেষে নিজ দেশ ভারতে আপন ঠিকানায় ফেরত গেলেন ভারতীয় দুই নাগরিক মা গোলে বিবি ও মেয়ে ছায়া খাতুন ওরফে শোভা।
সোমবার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর ও ভারতের গেদে সীমান্তের আন্তর্জাতিক চেকপোষ্টের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ভারতীয় দুই নারী মা গোলে বিবি ও তার মেয়ে ছায়া খাতুন শোভাকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
তারা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার বানপুর কুলোপাড়া গ্রামের শাসসুল মন্ডলের স্ত্রী মোছাঃ গোলে বিবি (৩৫) ও তার মেয়ে মোছাঃ ছায়া খাতুন শোভা (১৮)।
তারা ২০২০ সালে ২৯ সেপ্টেম্বর অবৈধ্যভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামে ডাক্তার দেখাতে এসে বিজিবির কাছে আটক হয়। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের জেল হয়। তারপর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন তারা।
গোলে বিবি জানান, তাদের কুলোপাড়া গ্রামটি ভারতের কাঁটাতারের বাইরে পড়ে যাওয়ায় বাংলাদেশের পার্শ্ববর্তী গ্রামে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে তাদের যেতে হয়। মেয়ে অসুস্থ হলে ডাক্তার দেখাতে বাংলাদেশে বিনা পাসপোর্টে গিয়ে বিজিবি তাদের আটক করে। তবে কারাগারে কোনো অসুবিধা হয়নি।
মুক্তি পেয়ে দেশে পরিবারের কাছে ফিরতে পারছি খুব ভালো লাগছে। বের হওয়ার সময় জেলার সাহেব আমাদেরকে নতুন পোশাক দিয়ে দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি।
এ হস্তান্তর প্রক্রিয়ার সময় দর্শনা চেকপোস্টের শুণ্যরেখায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম, চেকপোস্ট বিজিবি কমান্ডার হাবিলদার লোকমান হাকিম, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই মাহমুদুল হাসান, জেলা বিশেষ গোয়েন্দা শাখা দর্শনা জোন কামাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষি হেলাল উদ্দিন।
ভারতের গেদে কোম্পানি কমান্ডার এসি শ্রী নাগেন্দার পাল, কৃষ্ণগঞ্জ থানার ইন্সপেক্টর বাবিন মুখার্জি, গেদে ইমিগ্রেশন ইনচার্জ ইন্সপেক্টর মিঃ সন্দীপ মুখার্জী, গেদে কাস্টম ইনচার্জ শ্রী শুভেন্দ্র, এনজিওর কর্মকর্তা শ্রী কৃষ্ণ ঘোষ সহ বিজিবি-বিএসএফ, ভারতীয় ইমিগ্রেশন এবং দর্শনা থানা, ইমিগ্রশনের সদস্যরা।