কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছেরবিবার (২৯ আগস্ট) দুপুরে উলামা পরিষদের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।উপজেলার বন্যাকবলিত চিলমারী ইউনিয়নের বেশ কিছু এলাকা ঘুরে ঘুরে আড়াইশ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এর মধ্যে ছিল- চাল, ডাল, আটা,তেল লবন, চিড়া, মুড়ি, বাতাসা, স্যালাইন ও খাবার পানি।
এসময় উলামা পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান, ঐতিহ্যবাহী মোমতাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ আরিফুজ্জামান, মাওলানা আফজাল হোসাইন কাসেমী, মুফতি বোরহান উদ্দিন, হাফেজ শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা বশির আহমেদ, হাফেজ মাওলানা শিব্বির আহমদ, মুফতি আলমগীর হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উলামা পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম সাহেব বলেন,সরকারের পাশাপাশি দুর্ভোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে উলামা পরিষদ।
সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা বন্যাদুর্গত এলাকার এসব দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদ সাধারণ মানুষের বিপদে/প্রয়োজনে সবসময় পাশে থাকার চেষ্টা করে এবংআগামীতেও যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি কাজ করে যাওয়ার চেষ্টা করবে।