সারাদেশব্যপী সয়াবিন তেল, গ্যাস, চাল, ডালসহ প্রয়োজনীয় সকল ধরনের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কামটির নির্দেশনায় মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিল হাসান। এ
সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলেই দেখছেন ঢাকা সহ সারাদেশের মানুষ ভ্রাম্যমাণ ট্রাকের পিছনে দীর্ঘ সারি ধরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ২ লিটার বা ৩ লিটার তেলের জন্য। সত্যি কথা বলতে আমরা আজ বাংলাদেশের চারিদিকে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি।
আজকের এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির একটাই কারণ হিসেবে আমরা বলতে পারি এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখা, লালন পালন করে রাখা। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে টিকিয়ে রাখার জন্য এই পুলিশ প্রশাসনের বিলাসী জীবন যাপন করানোর জন্য জনগণের উপর অবৈধ টেক্স ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিয়েছে।
সদর থানা ছাত্রদলের সদস্য রাশেদুল ইসলাম রাজন এর সঞ্চালনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মেহেরপুর জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুজিবনগর উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জেলা যুবদল সদস্য মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা রবি, মেহেরপুর পৌর ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, উজ্জল হোসেন, লিটন, ফুরতি, সাব্বির হোসেন, আবের, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী, বাছিম উদ্দীন, জেলা নবীন দলের দপ্তর সম্পাদক সোহাগ আলী, সাকিব, হাসানুর, নাদিমসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুর জেলা বিএনপি ঈদগাঁ পাড়াস্থ কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।