গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী জগন্নাথ মন্ডল ওরফে শিমুল (৩৩) নামের এক এনজিও কর্মীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত জগন্নাথ মন্ডল ওরফে শিমুল বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠ কর্মী। সে ব্র্যাকের গাংনী ব্রাঞ্চে কর্মরত।
সে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের সুনিল মন্ডলের ছেলে।
গাংনী থানা পুলিশের একটি ইউনিট তার নিজ বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাংনী থানায় নিয়ে আসে।
মামলার বাদী গাংনী উপজেলার ইকুড়ি গ্রামের এক নারী গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জগন্নাথ মন্ডল ব্র্যাকের গাংনী শাখায় কর্মরত থাকা অবস্থায় ইকুড়ি গ্রামের সমিতির একটি দলের লোনের কিস্তি আদায় করতেন। এসময় ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রলোভন দিয়ে তাকে ২০২১ সাল থেকে চলতি ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। এঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু দমন নির্যাতন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯, তারিখ ১১/০৬/২০২২ ইং। মামলাটি হওয়ার পর জগন্নাথ মন্ডল পলাতক ছিলেন।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট গতকাল শনিবার (১৮ জুন) দিবাগত মধ্যরাতে গোপন খবরের ভিত্তিত্বে তার যশোরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আজ রবিবার (১৯ জুন) গ্রেফতারকৃত জগন্নাথ মন্ডলকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্র্যাকের মেহেরপুর জেলা সমন্বয়কারী ফজলুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা হওয়াসহ অর্থিক অনিয়ম হওয়ায় এক মাস আগে সে চাকুরী ছেড়ে চলে গেছে। তার সাথে এখন ব্র্যাকের কোনো যোগাযোগ নেই।