মাঠে মাঠে পাকা ধান
কৃষকের মুখে গান
গোলা ভরা ধান আর
হাসি-খুশি মন
নবান্ন দেশে আনে আনন্দ-ক্ষণ।
আত্বীয় বাড়ি-বাড়ি
সাথে আনে রসহাঁড়ি
প্রাণে প্রাণে ছোঁয়া লাগে
বাড়ে অনুরাগ
প্রীতিমাখা সুরে ভরে বাংলার বাগ।
কিষাণির মালা হাতে
দেখে চাষি হাসে সাথে
মহাজন হাসিমুখে
করে হালখাতা
অভাবের বুড়ি মরে হাসে দেশমাতা।