নাইজেরিয়ার তিনটি প্রদেশে ১০ দিনের ব্যবধানে মহামারী পীত জ্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার এ খবর প্রকাশ করেছে সিনহুয়া।
দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইহিকিউআজু বলেন, ১ থেকে ১১ নভেম্বরের মধ্যে ডেল্টা প্রদেশে ৩৫ জন, এনুগুতে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে।
এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ্বরে আক্রান্ত হয়েছে।
পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ১ থেকে ৫৫ বছর বয়সী পুরুষ। রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যাথা, জন্ডিস, পেটে ব্যথা, রক্ত বমির মতো উপসর্গ রয়েছে।