নাটোরের নলডাঙ্গা থেকে বুধবার সন্ধা সাড়ে সাতটায় হাপানিয়া বাজার থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও তাদের বহনকারী ২ টি মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন ,নাটোরের গ্রামের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের জামাল হােসেনের ছেলে বুলবুল প্রামানিক(২৬), বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দিন দেওয়ানের ছেলে সবুজ দেওয়ান (২০) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন হােসেন -৩৩ , পারভবানীপুর গ্রামের জিন্নত আলীর ছেলে আরজান হােসেন ( ৩২ ) ।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি -২ নাটোর র্যাব ক্যাম্পের একটি টিম পাটুল হাপানিয়া বাজারে অভিযান চালায় । এসময় ২ টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ সুজন , আরজান , বুলবুল ও সবুজকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।