আষাঢ় গেলো শ্রাবণ গেলো
বৃষ্টি তবু এলো না,
পশু-পাখি, বৃক্ষ-লতা
বৃষ্টির দেখা পেলো না।
মাঠ শুকালো, ঘাট শুকালো
শাপলা- বিলে ফুটছে না,
মাঠের ফসল চিৎকার করে
বৃষ্টি তাতে জুটছে না।
কৃষক-জেলের চোখে-মুখে
চিন্তাতে ভাঁজ সরছে না,
বাঁচতে গিয়ে মরার মতোই
তবু যেন মরছে না।
ওরে মানব পাপী-তাপী
ভক্তিতে আজ আল্লাহ বল,
করুণ হৃদয় নিংড়িয়ে দে
নামুক সুখের বৃষ্টি-ঢল।
মাটির উপর মাটির নিচে
সকল জীবের কষ্ট খুব,
ওগো রহিম রহম করো
ফেরাও আবার ইচ্ছে ডুব।