করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। যা জেলাটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে শিল্পনগরী নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৪৯ জন।
গতকাল মঙ্গলবার বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকার পরেই পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে।
গতকাল বিকালে একই প্রতিবেদনে নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা ছিল ৬৯৯ জন। এছাড়া সকালে জেলাটির স্বাস্থ্য বিভাগের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, মৃত্যু হয়েছে ৪২ জনের ও সুস্থ হয়েছে ৩০ জন।
গত ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ৩০ মার্চ প্রথম জেলায় করোনা রোগীর মৃত্যু হয়। সূত্র-বাংলাদেশ প্রতিদিন