বেগম রােকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২০ উদ্যাপনে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বুধবার বেলা ১২ঃ৩০ মিনিটের সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন আজকের এই দিবসটি অতি গুরুত্বপূর্ণ দিবস আজ বাংলাদেশকে নারী ক্ষমতায়ন অর্থে এশিয়া মহাদেশের সবচেয়ে শীর্ষে অবস্থানে আছে আমার দৃষ্টিতে তিনি আরো বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী সংসদের উপনেতা একজন নারী সংসদের স্পিকার একজন নারী এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত কাজ করে যাচ্ছে , মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মোছাঃ নাসিমা খাতুন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা চেয়ারম্যান শামীম আরা হীরা,
“জয়িতা অন্বেষণের বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরীতে জয়িতাদের নামের তালিকা
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ তানিয়া পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আফরোজা খাতুন, সফল জননী নারী মোছাঃ ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী মোছাঃ রাফিজা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী মোছাঃ দিলারা পারভীন।
“জয়িতা অন্বেষণের বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরীতে জয়িতাদের নামের তালিকা
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আর্চনা দাসী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রোজিনা খাতুন, সফল জননী নারী গীতা রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী মোছাঃ পলি ইয়াসমিন , সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী মোছাঃ দিলারা পারভীন।