ময়মনসিংহে সুইটি আক্তার (২২) নামের এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরের পুলিশ লাইনস এলাকার ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, সুইটি আক্তার ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেংড়াপাড়া গ্রামে। কয়েক মাস আগে পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুইটির মরদেহ দেখতে পান তাঁর স্বামী পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজ। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুইটির স্বামীকে আটক করা হয়েছে।
মেপ্র/আরপি