তুমি এসো কোন এক পড়ন্ত বিকেলে
দাঁড়িয়ে র’বো আমি শালবনের ধারে।
শীতল ছায়ে পরম মমতায় ঘিরে
শোক-তাপ ভুলে জীবনের কথা হবে
পাশাপাশি বসে ঘাসের গালিচা ‘পরে।
প্রকৃতির সৃষ্টি প্রকৃতিতে মিশে গিয়ে
মেঠো পথ ধরে চলে যাবো বহুদূর।
হিংসুক হিংসার বাণী ছুঁড়বে নিশ্চয়
কিবা এসে যায়; যদি নির্মল হৃদয়!
সবুজ পত্র দেখাবে জীবনের রঙ।
তুমি যদি আসো আমাদের পাড়া-গাঁয়
এখানে পাখির গানে হৃদয় জুড়ায়!
মানুষে মানুষে ভেদাভেদ কিছু নাই
সবাই মিলে যদি সাম্যের গান গাই।