দুর্নীতি করে- নেয়া নীতির সনদ
সামান্য টাকায় কিনেছে বিনোদ
ফেরৎ দেয়ার শপথ করে
সে টাকাও পেয়েছে ধারে
সনদ-বলে কথার থাকবে ঝাঁজ
আঙুল ফুলে – হতে কলাগাছ।
নীতির সনদ, রাজনীতি বানায়
নেতার খুশিতে তা বেশ মানায়
বিনোদেরা আসে খেতে
সালামি দিয়ে মন পেতে
নেতা হয়, বানিজ্য করে সেবার
নে-নে – তা, করতে দে সাবাড়।