কৃষক আন্দোলন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধের পর ভারতে টুইটারের পাবলিক পলিসি প্রধান মহিমা কল পদত্যাগ করেছেন। গত শনিবার তার পদত্যাগের খবর নিশ্চিত করে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি।
এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজারসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
প্রায় ছয় বছর ধরে ভারতে টুইটারের নীতি নির্ধারণের বিষয়টি দেখাশোনা করছিলেন মহিমা। জানুয়ারিতে আচমকা সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।
সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই টুইটার থেকে পদত্যাগ করেছেন বলে মহিমা জানান। টুইটারের এক শীর্ষ কর্মকর্তাও জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা নিয়েছেন তিনি। তবে মার্চ পর্যন্ত পর্যন্ত দায়িত্বে থাকছেন মহিমা।