বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে নতুন নিয়মে অফিস শুরু হয়েছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে সরকারি অফিস।
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তা/কর্মচারীদের নতুন নিয়মে অফিস আসার হালচাল বুঝতে সকালের আমাদের প্রতিবেদক ছিলেন গাংনী উপজেলা পরিষদ চত্ত¡রের অফিস পাড়াতে।
গাংনী উপজেলা অফিস পাড়ায় সরেজমিনে গিয়ে এই প্রতিবেদন করেছেন। অফিস আদালতের নতুন নিয়মের প্রথম দিনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম নিজ বাসা সংলগ্ন কার্যালয়ে ভার্চ্যুয়াল মিটিং এ ছিলেন।
সকাল ৮ টার আগেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নিরাঞ্জন চক্রবর্তি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল আহম্মেদ, উপজেলা মৎস্য অফিসার শহিদ খন্দকার, উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, উপজেলা বিআরডিবি অফিসার শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা অফিসে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে আটটার সময় পর্যন্ত উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা খাদ্য অফিস, উপজেলা বিআরডিবি’র প্রজেক্ট অফিস, উপজেলা বিএডিসি অফিস বন্ধ ছিল।
উপজেলা কৃষি অফিস, আনসার ভিডিপি ও একটি বাড়ি একটি খামার অফিস খোলা থাকলেও কোনো কর্মকচারী দেখা যায়নি।
এদের মধ্যে উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন যশোরে, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল আলম মন্টু কুমিল্লাতে প্রশিক্ষণ রয়েছেন, এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীলা হাফিয়া রয়েছেন মেহেরপুর জেলা কার্যালয়ে।
আনসার ভিডিপি অফিস খোলা থাকলেও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অফিসার এসএম শাওন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার সাফায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা অফিসার ডাক্তারর সুপ্রভা রানীকে অফিসে পাওয়া যায়নি। অফিস পাড়ায় শুধু কর্মকর্তা নয়, এসব অফিসের অধিকাংশ দ্বিতীয়, তৃতীয় কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন থেকে নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময় সূচির আওতাবহির্ভূত থাকবে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়