নিজের বাসায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছোটখাটো দুর্ঘটনা নয়; জরুরিভিত্তিতে হাসপাতালে যেতে হয়েছে তাকে। কেটে গেছে তার পা, তাতে সেলাই পড়েছে ২৭টি।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে এমন দুর্ঘটনাকবলিত হয়েও বিচলিত নন ‘নড়াইল এক্সপ্রেস’।
মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এই বলে যে, আল্লাহর কাজ সব ভালো। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন মাশরাফি। ভক্ত-অনুরাগীদের দুশ্চিন্তামুক্ত করলেন।
বাংলাদেশের সফল অধিনায়ক লিখলেন, ‘নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নাই ইনশাল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে।’
অনুরাগীদের কাছে দোয়াও চাইতে ভুললেন না মাশরাফি।
তিনি বললেন, ‘অনেকেই মেসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন। আপনাদের সবাইকে জানাতে পারিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ, আল্লাহর কাজ সব ভালো।’
শনিবার নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।
দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।