বিপিএলের মধ্যেই বেজে উঠেছে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির দামামা। অবশ্য বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হতে বাকি মাত্র কয়েক দিন। এর পরই শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য মিরপুরে টাইগারদের ক্যাম্প শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে।
সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি হবে বিপিএলের ফাইনাল ম্যাচ; অর্থাৎ তার পরের দিনই শুরু জাতীয় দলের ক্যাম্প। সেটি চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন নাজমুল হোসেন শান্তরা। দুবাইয়ে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে শান্তদের।
আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাত ছেড়ে টাইগার বাহিনী যাবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আইসিসির যে কোনো টুর্নামেন্টে সেটিই দলটির সর্বোচ্চ সাফল্য। এবার সেটি ছাড়িয়ে যাওয়া সম্ভব হয় কি না, তা সময়ই বলে দেবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, ক্যাম্প চলাকালে পাঁচদিনের মধ্যে চাইলে বিরতি নেওয়া যাবে।
সূত্র: ইত্তেফাক