চা পানের পাওনা টাকা চাওয়ায় দোকানের গরম দুধ ঢেলে দিয়ে শরীর ঝলসে দিয়েছে বাবু হোসেন নামের এক চা দোকানীর।
আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকালে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। বাবু হোসেন শহরের মল্লিকপাড়া এলাকার তাহের উদ্দিনের ছেলে।
ঝলসানো বাবু হোসেনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাবু হোসেন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বাস স্ট্যান্ড পাড়া এলাকার নাড়ুর ছেলে সানোয়ারুল হোসেন বিভিন্ন সময় বাবু হোসেনের দোকানে বাকিতে চা পান করেন।
গতকাল রবিবার বাবু হোসেন অভিযুক্ত সানোয়ারুল হোসেনের কাছে তার পাওনা টাকা পরিশোধ করতে বলেন। আজ সোমবার সন্ধ্যার দিকে পুনরায় সানোয়ারুল হোসেনেক পাওনা টাকা পরিশোধ করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সানোয়ারুল হোসেন। সানোয়ারুল হোসেন তার ভাই খোকনকে ডেকে নেন। শুরু হয় তাদের মধ্যে বাকবিতন্ডা। এক পর্যায়ে সানোয়ারুল হোসেন ও তার ভাই খোকন মিলে চা দোকানী বাবু হোসেনের দোকানের চুলাতে রাখা গরম দুধ তার গায়ে ঢেলে দেন। এতে চা দোকানী বাবু হোসেনের শরীর ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। ঘটনার পরপরই সানোয়ারুল হোসেন ও তার ভাই খোকন পালিয়ে যায়।