ভারতের বেঙ্গালুরুতে আর এক দিন পর সাফ চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে সাফের শহর বেঙ্গালুরুতে তাঁবু গেড়েছে বাংলাদেশ। এসেছে মালদ্বীপ। বাংলাদেশ ফুটবল দল শুক্রবার রাতে এক হোটেলে ওঠে, গতকাল আরেক হোটেলে উঠেছে। এখানে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, কুয়েত এবং ভুটান ফুটবল দল থাকবে।
আট দেশের লড়াই। উপমহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে নতুন দল কুয়েত এবং লেবানন। লেবানন আরো সপ্তাহখানেক আগেই ভারতে এসেছে। তারা ভারতের ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল টুর্নামেন্টে খেলছে। গতকাল রাতে ফাইনালে ভারত-লেবানন মুখোমুখি হয়। সেখান থেকেই এই দুই দল বেঙ্গালুরু যাবে।
সাফের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগুনঝরা ম্যাচ দিয়ে এবারের সাফের উদ্বোধন হয়। ২০১৮ সালে শেষবার বাংলাদেশে সাফ খেলে গেছে পাকিস্তান। কিন্তু ফিফার নিষেধাজ্ঞা থাকায় মালদ্বীপের সাফে খেলতে পারেনি। সেই পাকিস্তান এবার শক্তপোক্ত হয়েই সাফ খেলতে প্রস্তুতি নিয়েছে। তারা চ্যাম্পিয়ন হওয়ার আশায় প্রবাসী ৯ ফুটবলারকে দলে ডেকে এনেছে। মরিশাসে চারজাতির টুর্নামেন্ট খেলে গতকাল রবিবার সকালে বেঙ্গালুরুতে পৌছানোর কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভিসা জটিলতায় আটকে আছে পাকিস্তান। আরো আগেই ভারত সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান। সাফে খেলতে আসার জন্য সবুজ সংকতে দেওয়া হয়েছে।
এক দিন পর টুর্নামেন্ট। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দুশ্চিন্তায় রয়েছেন। গতকাল তিনি জানিয়েছেন, এখনো পাকিস্তানের ভিসা হয়নি। হেলাল বলেন, ‘পাকিস্তান এখনো ভিসা পায়নি। কী করব বুঝতে পারছি না। ভারত-পাকিস্তান উদ্বোধনী দিনে ম্যাচ খেলবে। হাতে সময় কম। আশা করছি ভিসা হয়ে যাবে। এ বিষয়ে আমরা যোগাযোগ রাখছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে।’
ফিফা প্রীতি ম্যাচে নিজ দেশে কম্বোডিয়াকে হারিয়ে সেখান থেকেই বাংলাদেশ দল ভারতে গেছে। গতকাল বিকালে বেঙ্গালুরুতে অনুশীলন করেছেন জামাল ভুঁইয়ারা। কর্ণাটক ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়ামের টার্ফের মাঠে অনুশীলন করেছেন। বাংলাদেশের প্রথম ম্যাচ সাফের দ্বিতীয় দিন। লেবাননের বিপক্ষে খেলবে। প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিলেও বাংলাদেশের রক্ষণ নিয়ে দুশ্চিন্তা আরো বেড়েছে। কম্বোডিয়ার বিপক্ষে খেলার শেষ মুহূর্তে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডে লালকার্ড পেয়েছিলেন তারিক কাজী। তার এই লালকার্ডের হিসাবটা কি পরের ম্যাচেই ধরা হবে, নাকি অন্য আরেকটি প্রীতি ম্যাচ গণ্য হবে, সেটি নিয়ে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, তারা এখনো নিশ্চিত হতে পারেননি।
আমেরের প্রশ্ন হচ্ছে প্রীতি ম্যাচের কার্ড নিয়ে কেনই বা ফিফার কাছে জানতে চাইতে হবে। আইনের পাতায় কী লেখা রয়েছে সেটি দেখলেই তো পরিষ্কার হয়ে যায়।’
সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ফিফার সঙ্গে কথা হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না। তারিক কাজী সাফের প্রথম ম্যাচই খেলতে পারবেন। এটা আমি মনে করছি। ফ্রেন্ডলি ম্যাচের কার্ড পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে ধরা হবে। তারপরও আমি ম্যাচ কমিশনারের সঙ্গে আরো একবার কথা বলব।’
সূত্র: ইত্তেফাক