চুয়াডাঙ্গা থেকে ভারতে পাচারের সময় মালিকবিহীন ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি।
শুক্রবার রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান মেহেরপুর প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ বারাদী বিওপির নায়েক জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।
এ সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তের মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর গ্রামের ঈদগা মাঠ নামক স্থান হতে মালিকবিহীন পরিতক্ত্য অবস্থায় ৪ টি স্বর্ণের বার (৪ কেজি (৩৪২.৯৪ ভরি) উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। শুক্রবার জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। শনিবার দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।