তুমি বলেছিলে-
অহোরাত্র পশ্চিমের কোলে শুয়ে পড়লে-
ঝিঁঝি পোকাদের গল্পে গল্পে রাত্রি নিঝুম হলে-
চুপিচুপি এসো এ মনের উঠানে।
আমি শিউলি কুড়িয়ে আঁচল ভরে রেখে দেবো-
তুমি গন্ধ নিতে এসো নীরবতার পালকীতে মনের টানে।
তুমি বলেছিলে-
তুমি এসো-শরতের মেঘের ডানায় চড়ে,
একটি কাঠ গোলাপ হাতে নিয়ে শুভ্রতার প্রেম পবনের বনে।
আমরা দু’জনে জোনাক পাড়ায় চাঁদের মায়ার আঁচল পেতে বসবো-
জোনাকির জোৎস্নায় মুগ্ধ হবো শিশিরের গানে।
আমি বললাম-
পাথুরে মন আমার ফুল কি সহ্য হবে?
তুমি তবুও চাইলে-পাথরের কাঁন্না মুছে ফুল ফোঁটাতে পাথর বনে।
ফুলের আঘাত সহ্য করে সবাই-
পাথরের আঘাতে রক্তাক্ত হতে চাই ক’জনে!!!