পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের স্কুল পাড়ায় আফজাল হোসেন নব-নির্মিত প্রবীন সামাজিক কেন্দ্রর উদ্বোধন করেন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
ওয়েভ ফাউন্ডেশন ও পাকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুর দেড়টার দিকে প্রবীন সামাজিক কেন্দ্রর উদ্বোধন কালে হাজী আলী আজগার টগর বলেন, প্রবীনদের মান-উন্নয়নে শিশু, শৈশব ও কৈশর থেকে যখন বৃদ্ধ হয় তখন এই বৃদ্ধরা এক সময় পরিবারে আনেকটা অবহেলিত হয়ে পড়ে।
তাদের সাথে একটু কথার যেন কারো সময় নেই। ফলে তারা অনেকটাই একাকিত্ম দিন পার করে, মানুষিকভাবে ভেঙ্গে পড়ে এবং অসহায় জীবন-যাপন করে। সেই ক্ষেত্রে এ প্রবীন কেন্দ্র তাদের বিনোদনের স্থান হিসাবে এবং মানুষিক সহায় হবে।
আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৬০ বছর বয়স থেকে সকল পর্যায়ের মানুষকে বৃদ্ধ ভাতার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহন করেছে। ১০টাকার জন্য ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে থাকতে হবে না। বৃদ্ধ বয়সে তার হেসে খেলে দিন পার কবরে আমার বিশ্বস। এছাড়া তিনি এলাকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং প্রবীনদের সহয়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্রবীন কমিটির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্তে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নিবার্হী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা সহকারী ভুমি কমিশনার সুদ্বীপ্ত কুমার, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নিবার্হী পরিচালক আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনতাজ আলী। এছাড়া পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্রায় শতাধিক প্রবীন ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।