চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর – মদনা ইউনিয়নের হৈবৎপুর গ্রামে পাঁচ শহীদ স্মৃতি দিবস পালন করা হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে মদনা হৈবতপুর মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান দখলদার বাহিনীর সম্মুখ যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা সহ চারজন নিরীহ কৃষক নির্মম ভাবে শহীদ হন। দিবসটি স্মরণে শনিবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার সময় জাতীয় শোক ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন,শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আালোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা, পারকৃষ্ণপুর – মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস. এ. এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা সর্ব জনাব জনাব আনোয়ারুল ইসলাম বাবু, রুস্তম আলী, এরশাদ আলী,তমছের আলী,রেজাউল করিম,জাহাঙ্গীর আলম,মোফাজ্জল হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন সহ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জনাব মুন্তাজ হোসেন, ইউপি সদস্য বৃন্দ, যুবলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতৃবৃন্দ,সাইফুর রহমান, বিভিন্ন স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি গন।
অনুষ্ঠানে দামুড়হুদা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং মুক্তি যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমরা জাতির জনকের স্বপ্ন সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র গঠনে সক্ষম হবো।