আঁধার শেষে দিনের আলো
পাশের গ্রাম জুড়ে,
কুঠুরি ছেড়ে ফুলের বনে
ভোমর চলে উড়ে।
বিহগ ডাকে গাছের ডালে
বসে আপন মনে,
পালক মেলে অনেক পোকা
ওড়ে বায়ুর সনে।
ফসল ভরা গাঁয়ের মাঠে
জমিন জুড়ে আছে,
সুপারি পাকা হলুদ রঙে
ঝুলতে দেখি গাছে।
শেওলা ভাসে নদীর জলে
আহার খোঁজে হাঁসে,
ফসলহীনা জমিন দেখি
ভরা সবুজ ঘাসে।
তপ্ত রোদে কৃষক ক্ষেতে
আছে নানান কাজে,
কষ্ট হলে ছায়ায় বসে
তামাশা করে বাজে।
দুপুরবেলা পুকুরপারে
বহু লোকের ভিড়ে,
গোসল শেষে গাঁয়ের বধূ
ফেরে আপন নীড়ে
মায়ের মুখে গল্প শুনে
কত্তো ভালো লাগে,
যুদ্ধে যাওয়ার ই”েছটা তাই
মনের মাঝে জাগে।