পাহেলগামওকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠছে—ভারতের নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলেউডের তারকারাও। বিদেশ থেকে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও ফুঁসছেন এ ঘটনায়।
মঙ্গলবারের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রত্রিক্রিয়া জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।
অভিনেত্রী বলেন, পাহেলগামে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, আবার কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।
প্রিয়াংকা আরও বলেন, কতগুলো নিরীহ প্রাণ চলে গেল। ওরা কল্পনাও করতে পারেননি এমন হবে। চোখের সামনে প্রিয়জনদের হত্যালীলা চলল। এ ঘটনা থেকে আমরা এগিয়ে যেতে পারব। মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এ নির্মম ঘটনা। বহু দিন পর্যন্ত এ ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়াংকা।
প্রিয়াংকার মতোই ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজান সালমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপেম খেররা।
সালমান লিখেছেন—পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথি। মনে রাখবেন—একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।
শাহরুখ লিখেছেন, কতবার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেকসময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটি জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীরছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা সময় উপত্যকায় কেটেছে।
অক্ষয় লিখেছেন—পাহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
সূত্র: যুগান্তর