সবুজের মেলায় এ ডানা মেলা
যেন রঙ ও গন্ধের সাথে হারানোর খেলা,
প্রজাপতি, যতদূর তোমার এ ওড়াওড়ি
ততোদূর আমার বাহারি ভালোবাসা
হাজারো শোভায় ঠাসা…
পুবের বেলকোনি গোলাপে ভরা ও দক্ষিণে বেলি
পশ্চিমে রেখেছি নাগচম্পা, উত্তরে জয়তি
ঝাঁঝালো দুপুর, রঙভরা ডানা পুড়িয়ো না রোদে
চলে এসো সোনা-স্বপ্নপুর
রূপালি আলো, শীতল বাতাসও সাজানো আছে
ঘরটি আমার কবিতায় ভরপুর।