জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। এরই মধ্যে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ডাচ কোচ রোনাল্ড কোমান। তুরিনে এই সফরে জেরার্দ পিকে কিংবা ফিলিপ্পে কুতিনহো তার দলে জায়গা করতে পারেননি।
এক ম্যাচের জন্য নিষিদ্ধ পিকে। আর কুতিনহো পেয়েছেন চোট। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ও স্যামুয়েল উমতিতিও নেই এই দলে।
এই ম্যাচে মাত্র দুজন সেন্ট্রাল ডিফেন্ডার পাচ্ছেন কোমান- ক্লেমন্ত লংলে ও রোনাল্ড আরাউজো। বাদ পড়েছেন মাথিউস ফের্নান্দেস।
টের স্টেগেনের অনুপস্থিতিতে সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ কিছু করার সুযোগ পাচ্ছেন গোলকিপার নেতো।
উল্লেখ্য, অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয় বার্সেলোনা। তুরিনে কখনও জুভেন্টাসকে হারাতে পারেনি তারা। ১৯৭০-৭১ ফেয়ার্স কাপ থেকে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত জুভদের কাছে কাতালানরা তিনটি হার ও তিনটি ড্র’র স্বাদ পেয়েছে।