দুপুরের পর থেকেই মেহেরপুরের অলিগলি, প্রধান সড়ক সবখানেই শুরু হয় ইফতারের হাঁকডাক। হোটেল-রেস্তোরাঁ, মসজিদের সামনে, ফুটপাথসহ মেহেরপুর পরিণত হয়েছে বড়ছোট ইফতারি বাজারে।
প্রথম রোজা, তাই একটু আগেভাবেই ইফতার জন্য পছন্দের খাবার কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন রোজাদারেরা।
আজ মঙ্গলবার দুপুরের আগে থেকে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক খাবারের পদে পরিপূর্ণ হয়ে উঠে। বিকেল গড়াতেই শুরু হয় বেচাকেনা। চলে ইফতারের আগ পর্যন্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের আগেই শুরু হয়ে যায় ভাজাভাজি। তপ্ত কড়াই থেকে ছেঁকে ছেঁকে তোলা হতে থাকে বেগুনি, পেঁয়াজু, চপ, জিলাপিসহ নানা রকমের খাবার। পাশেই টেবিল পেতে চলে বিক্রি।
ইফতারে এসব নানা পদের মধ্যে রয়েছে রেশমি কাবাব, হালিম, গ্রিল চিকেন, বুন্দিয়া, কাচ্চি, জিলাপি, ছোলা, পেঁয়াজু, চপ।
এছাড়াও রয়েছে লেবুর শরবত, বেলের শরবত, তরমুজের শরবতসহ বিভিন্ন পানীয়র আয়োজন।
শহরে বসবাসকারী হাতেম আলী। প্রথম রমজানের ইফতার করবেন পরিবারের সঙ্গে। তাই আগেভাগেই ইফতার কিনতে এসেছেন তিনি।
তিনি বলেন, প্রতি বছর রোজায় তিনি পরিবারের সঙ্গে ইফতার করেন। তাই ইফতার কিনতে এসেছেন তিনি। তবে এবারের ইফতারির আইটেমগুলোর দাম একটু বেশি বলে মনে করছেন হাতেম আলী। এরপরেও হরেক রকম খাবার কিনেছেন তিনি।