ঈদুল ফিতরকে উপলক্ষে দামুড়হুদা উপজেলা ৮টি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘরের চাবি । মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে মঙ্গলবার সকল ১০ টা দামুড়হুদা উপজেলা পরিষদে চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দামুড়হুদা উপজেলা ৮টি ঘরসহ সারাদেশে ৩২ হাজার ৯ শত হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘরগুলো হস্তান্তর ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার সভাপতিত্বে জমিসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিসনার ভুমি সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হয়রত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, যুবলীগের নেতা সেলিম উদ্দিন বগা, জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যান্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।