গাইবান্ধায় প্রসব ব্যথায় কাতর এক প্রসূতিকে ভর্তি নেয়নি স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ অপেক্ষার পর হাসপাতালের সামনের রাস্তায় সন্তান প্রসব করেছেন ওই মা।
সোমবার রাতে সাদুল্যাপুরের বাদশা মিয়ার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না নেয়ায় দীর্ঘ সময় অপেক্ষার করেন তারা। পরে হাসপাতালের সামনের রাস্তায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।
প্রসূতি রাশেদা বেগমের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। ঘটনার পর প্রসূতির স্বজন ও স্থানীয়রা হাসপাতালের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ প্রসঙ্গে সাদুল্যাপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন কুমার বর্মন বলেন, ‘ডেলিভ্যারির পর এখন ব্লিডিং বেশি হচ্ছে, এখন পেশেন্টকে এখানে ওভাবে রাখা সম্ভব না। করোনার কারণে এখানে কোন রোগী দেখা হয় না।’
সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ খান বলেন, ‘তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ দোষী হয়ে থাকেন তবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ সূত্র-বাংলাদেশ প্রতিদিন