জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বৃক্ষের কোনো বিকল্প নেই। আমাদের বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। কারণ, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের সম্পদ, আগামী দিনের সুদূঢ়হ অর্থনৈতিক ভীত।
মেহেরপুরে বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আজ শনিবার (২৯ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে ৭ দিন ব্যাপি এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ এ মেলার আয়োজন করে। সপ্তাহব্যাপী চলবে এ মেলা। জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম, মেহেরপুর কৃষি সম্প্রসারণ উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল কাদিরেরর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।
এর আগে শনিবার সকালে মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিস চত্তরে গিয়ে শেষ হয়।
বনজ, ফলজ ঔষধি গাছ বেশিবেশি করে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরের মাঠগুলো সবুজে ভরপুর। আমাদের এলাকায় জলবায়ুর বিরুপ প্রভাব সেটা আমরা অনুভব করতে পারছি। তাই আমাদের বাড়ির আঙিনায় অবস্যই একটি ফলের গাছ, ্একটি ওষধি গাছ ও একটি করে বনজ গাছ লাগাতে হবে।
তিনি বলেন, আমাদের শিশুরা গাছের প্রতি দূর্বল থাকে। তাই শিক্ষকদের কাছে অনুরোধ গাছ লাগানো ও গাছের উপকারিতার উপর শিশুদের বলবেন। দেখেবেন তারা গভীর মনযোগ দিয়ে শুনছেন।
মেলায় ৪১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার নার্সারি বাগান মালিকরা অংশ নিয়েছেন।