দুর্যোগের সময় বিদ্যুতের গোলযোগ ঘটে এ সময় ফোনে চার্জ না থাকলে যোগাযোগ করা সম্ভব হয় না। ঝড়ের প্রভাবে ভেঙে পড়ে একাধিক টাওয়ার। যার ফলে স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এ সমস্যা থেকে মুক্তি কীভাবে? খুব সাধারণ কিছু নিয়ম মানলেই ঝড় বা প্রবল বর্ষণেও নিজের ফোনটিকে চালু রাখতে পারবেন।
ফোন এবং পাওয়ার ব্যাংকে চার্জ ফুল রাখুন
প্রযুক্তিগত দিকে অনেক উন্নতি হওয়ার ফলে বর্তমানে আগে থেকেই আবহাওয়ার খবর জানা সম্ভব হয়। সেক্ষেত্রে, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগেই ফোনে সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা দরকার। প্রয়োজনে সঙ্গে একটি পাওয়ার ব্যাংক রাখা গেলে তা আরও ভালো। এবং সেটিও যেন সম্পূর্ণ চার্জ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
২জি নেটওয়ার্ক ব্যবহার করুন
প্রাকৃতিক বিপর্যয়ের সময় ৪জি বন্ধ রেখে ২জি চালু করুন। কারণ প্রাকৃতিক বিপর্যয়ের সময় শুধু টেলিফোন যোগাযোগ ব্যবস্থা যাতে বজায় থাকে সেদিকে নজর দেওয়াই জরুরি। ৪জি ব্যবহার করলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে ফোন সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। ফলে অন্য কোনো জায়গায় ফোনে যোগাযোগ রাখা সম্ভব হবে না। সে কারণে এসব ক্ষেত্রে ২জি ব্যবহার করাই ভালো। যাতে বেশিদিন ফোনে চার্জ থাকে।
গুরুত্বপূর্ণ ডাটা ক্লাউডে সেভ রাখুন
বর্তমানে যেহেতু প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন তাই ফোনেই থাকে অধিকাংশ গুরুত্বপূর্ণ তথ্য। তাই সে ক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে সেসব গুরুত্বপূর্ণ তথ্য কোনো ক্লাউড ড্রাইভে সেভ করে রাখা উচিত। প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো কারণে ফোনটি নষ্ট হয়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্য যাতে পাওয়া যায় তার জন্যই এ কাজটি করা দরকার।