তরী আর বাইতে পারলাম না
পায়ের গোড়ালি বেঁধে টানছে
বুকের কলহমুখর ঢেউ,
ফেনায়িত পিরিতির উচাটনে
নিয়ে যাচ্ছে এতোটুকু জানি
বৃষ্টিধোয়া নাকের ঘামে –
গতকালের যতো মোষতাড়ানো রোদ
ঠিক এখন সন্ধ্যায়,
যাপিত আলোর ছায়ায়
আমার এতোদিনের বিশ্বাসের
ছিনিমিনি খেলা খেলছে