মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আগামী শুক্রবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
লিগের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তিন নম্বরে লিগ শেষ করল হায়দরাবাদ। আর এর ফলে ২০২০ আইপিএল থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স। লিগের শেষ ম্যাচে নাইটরাও রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল। কিন্তু নেট রান-রেটে বিরাট কোহলিদের পিছনে ফেলে প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে সমসংখ্যক পয়েন্ট হলেও কেকেআরের থেকে ভালো নেট রানরেট থাকায় চতুর্থ দল হিসেবে মরু শহরের আইপিএলে প্লে-অফে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।
‘ডু অর ডাই’ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫০ রান তাড়া করতে নেমে ১০ উইকেট ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিল হায়দরাবাদ। দুরন্ত ব্যাটিং করলেন সানরাইজার্সের ওপেনার ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। দু’জনেই হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। এদিন যেন হারার জন্যই মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই বোলারদের নিয়ে ছেলেখেলা করেন হায়দরাবাদের দুই ওপেনার।
দলের দুই সেরা বোলার জাসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়ে মাঠে নামে মুম্বাই। ফলে তার ফর হাতেনাতে পেল রোহিত শর্মার দল। সানরাইজার্সের কোনও উইকেট ফেলতে পারল না তারা। ১৫০ রান তাড়া করে হাসতে হাসতে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ। ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সানরাইজার্স ক্যাপ্টেন ওয়ার্নার। ৫৮ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন তিনি। আর ৫৮ রানের অপরাজিত থাকেন ঋদ্ধিমান। ৪৫ বলের সাতটি ইনিংস ও একটি ছক্কা মারেন ঋদ্ধি।