বেটা সংস্করণ হিসেবে এডোব ফটোশপ ওয়েবে যুক্ত হলো জেনারেটিভ এআই। যেকোনো ব্রাউজারে কোনোকিছু ডাউনলোড করা ছাড়াই এখন ফটোশপ ওয়েবে এই সুবিধা ভোগ করা যাবে।
তবে এই সুবিধা পেতে ফটোশপের পেইড সাবস্ক্রিপশন খরিদ করতে হবে৷ পুরোপুরি ফ্রি কেউ ব্যবহার করতে পারবেন না। সাবস্ক্রিপশন প্ল্যান শুরু হচ্ছে ৯.৯৯ ডলার থেকে। তবে কেউ চাইলে ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৭ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা নিতে পারবেন।
নতুন এই সুবিধা ইতোমধ্যে এডোব ফায়ারফ্লাই এর সঙ্গে যুক্ত করা হয়েছে। জেনারেটিভ এআই এর ফিচারের মধ্যে রয়েছে অটো ফিল, জেনারেটিভ ফিল, জেনারেটিভ এক্সপান্ড। তাছাড়া টেক্সট কমান্ড দিয়ে গ্রাফিক যুক্ত করাসহ আরও একাধিক জেনারেটিভ ফিচার নতুন সুবিধায় পাওয়া যাবে। তাছাড়া কনটেক্সচুয়াল টাস্ক বারও বাড়তি সুবিধা দেবে বলে জানিয়েছে এডোব।