মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক কালু বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর জৈষ্ঠ্য বিচারিক তারিক হাসান আদালতে জবানবন্দী দেন তিনি।
আটক কালু (৩২) মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।অপর আসামী একই ওয়ার্ডের শিশুতলাপাড়া এলাকার মহিন ড্রাইভারের ছেলে রুবেল হোসেন পলাতক রয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পলাতক রুবেলকে গ্রেফতারে পুলিশের টীম অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। আইনশৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় ছিনতাই করার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারী) মুক্তিযোদ্ধা বেগম সালেহা মেহেরপুর প্রধান ডাকঘর থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে বাড়ীতে ফিরছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মুক্তিযোদ্ধা বেগম সালেহার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। এসময় মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহিম স্থানীয়দের সাহায্যে কালুকে আটক করেন।
আটককৃত কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে।