এশিয়া কাপ শুরুর আগে থেকে শ্রীলঙ্কার শিবিরে একের পর এক চোট। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও লাহিরু কুমারা। তবুও ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তবে ফাইনালের আগে আরও এক দুঃসংবাদ সঙ্গী হলো লঙ্কানদের। এবার ফাইনালের আগে দল থেকে ছিটকে গেছেন মহেশ থিকশানা।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা জানিয়েছেন, ‘এমআরআই স্ক্যানে দেখা গেছে, চিড় রয়েছে। তবে বড় কোনো চিড় নয়। যদিও ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছে। সে চলাফেরা করতে পারছে এবং খুব বেশি ব্যথা নেই। নিঃসন্দেহে সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে।’
পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক লঙ্কানরা। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
সূত্র: ইত্তেফাক