ফাগুন আসে পলাশ বনে
কোকিল কন্ঠে সুর
শিমুল শাখে আসে ফাগুন
শাখে শাখে লাগে আগুন
ঐ যে বহু দুর।
ফাগুন আসে গাঁয়ের পথে
সাজে লতা ঘাস
সবুজ মাঠে আসে ফাগুন
মৌমাছিরা নাচে দারুণ
আনম্দ উল্লাস।
বইচি বনে ফাগুন আসে
ফুঁটে বুনো ফুল
গাছে গাছে আসে ফাগুন
পাতার নুপুর ঝুন ঝুনা ঝুন
উড়ে পক্ষিকুল।