ফাগুন এলে কাননে কাননে ফোটে অগণিত পুষ্পকলি,
সুমধুর গুঞ্জনে আহারের তরে ফুলে ফুলে বিচারণ করে অলি।
গাছ-গাছালি তরুলতার মৃত ঝরা পাতার মর্মর ধ্বনি যায় থেমে,
দূর নীলিমার আকাশ থেকে অমৃত বারিধারা অবিরত আসে নেমে।
নব যৌবন ফিরে পাই স্রোতস্বিনী নদী জল তরঙ্গের দু’কূল,
কৃষ্ণচূড়া ফুলের মত লাল রঙে রঞ্জিত হয় পলাশ,শিমুল বকুল।
মন মাতানো দখিনা বাতাসের পরশে সদা ব্যাকুল করে মন,
ফুলে ফলে নব রূপের সাজে সজ্জিত হয় নিবিড় ঘন বন।
শীতের রিক্ততা মুছে কোকিলের কুহুতানে বসন্ত আসে ফিরে,
বসন্তের আগমনে ইচ্ছে করে পাখিদের মত উড়ে যাই বহুদূরে।
দু’চোখ মেলে দেখে আসি চির সবুজের অপরূপ বরেণ্য ভূমি,
কত জানা-অজানা কৌতূহল রূপে সাজিয়েছে পৃথিবীকে অন্তর্যামী।