মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। তবে ঘটনার পর মাইক্রোবাসযাত্রী ব্যারিস্টার দম্পতিকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে উঠানো হয়েছে।
মাইক্রোবাস আরোহী ব্যারিস্টার মনিরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, স্ত্রীসহ (ব্যারিস্টার) দুজনের ফরিদপুরে একটি মামলার হেয়ারিং করার জন্য যাচ্ছিলেন।
পথিমধ্যে পাটুরিয়ার ৫নং ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রা-চ-৯৫৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
তবে ওই ব্যারিস্টার দম্পতি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। মাইক্রোবাসচালক আব্দুস সাত্তারও সুস্থ আছেন।